মোদিকে শান্তি আলোচনার আহ্বান জানিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: দ্বিতীয়বারের মতো ভারতের  প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া নরেন্দ্র মোদিকে শান্তির আলোচনায় বসতে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

গতকাল বোববার টেলিফোনে নির্বাচিত হওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর সময় ইমরান খান এ আহ্বান করেন।

এর আগে ভারতের লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ট আসন নিয়ে জয়ী হওয়ার পর দেশটির প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

ইমরান খান বলেন, দক্ষিণ এশিয়ায় শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে পাকিস্তান ভারতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, নিজেদের বিশ্বাস বাড়াতে হবে, হিংস্রতা মুক্ত এবং সন্ত্রাসবাদ পরিবেশ তৈরি করতে হবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উভয় দেশ তাদের জনগণের কল্যাণে একত্রে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মোদিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর জন্য মোদিও ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রীকে।

পূর্ববর্তি সংবাদভারতে গোরক্ষকদের তাণ্ডব রুখতে কী পদক্ষেপ নিয়েছেন মোদি, প্রশ্ন ওয়াইসির
পরবর্তি সংবাদদল বা প্রশাসনের লোক কেউই আইনের ঊর্ধ্বে নয়: স্বরাষ্ট্রমন্ত্রী