ইসলাম টাইমস ডেস্ক: সদ্য সমাপ্ত ভারতের লোকসভা নির্বাচনে নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশ শাসনের ক্ষেত্রে জাতি ও ধর্মের ভিত্তিতে কোনো ভেদাভেদ করা হবে না।
গতকাল শনিবার রাষ্ট্রপতি ভবনে যাওয়ার আগে সংবিধানে মাথা ছুঁইয়ে মোদি বলেন, ‘সংবিধানকে সাক্ষী রেখে আমরা প্রতিজ্ঞা করছি- সব বর্গের মানুষকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। ধর্ম-জাতির ভিত্তিতে কোনো ভেদাভেদ হবে না। সবকা সাথ, সবকা বিকাশ এবং তার সঙ্গে ‘সবকা বিশ্বাস’ হবে আমাদের মন্ত্র।’ সূত্র: আনন্দবাজার
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানান। এ সময় নতুন প্রধানমন্ত্রী হিসেবে তাকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। আগামী ৩০ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে নরেন্দ্র মোদি বলেছেন, দেশবাসী বিপুল জনমত দিয়েছে। এর সঙ্গে জড়িয়ে আছে তাদের প্রত্যাশা। তিনি বলেন, নতুন সরকার নতুন ভারত নির্মাণে কাজ করবে। সময় নষ্ট না করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সবার সুরক্ষা, দেশের সমৃদ্ধি করা আমাদের দায়িত্ব। ভরসা দিচ্ছি, আপনাদের স্বপ্নপূরণে কোনো কসুর করব না।
অবশ্য নির্বাচনের প্রচারণায় মোদি ছাড়াও বিজেপি প্রধান অমিত শাহসহ বিজেপির অন্যান্য প্রার্থীরা মুসলমানদের নিয়ে নানা প্রকার কটূক্তি করেছিল।
