এ বছর কৃষকদের কৃষি ঋণ মওকুফ করতে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন নাসিম

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম গরীব কৃষকদের কৃষি ঋণ মওকুফ করতে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ।

 

নাসিম বলেন, ঋণ খেলাপিদের অনেক ঋণ মওকুফ করা হয়েছে। অনেক সময় অনেক সুযোগ-সুবিধা তাদের দেয়া হয়। তাই আমি এ বছর গরীব কৃষকদের কৃষি ঋণ মওকুফ অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাল রফতানি করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ সরকার যেহেতু কৃষি বান্ধব সরকার, কৃষকদের সুবিধার জন্য, স্বল্প দামে সার দেয়, বীজ দেয়। তাই অর্থমন্ত্রীর প্রতি ১৪ দলের পক্ষ থেকে আহ্বান জানাবো কৃষ ঋণ নিয়ে যেন কোনো কৃষককে এ বছর হয়রানি করা না হয়। চাল আমদানি পুরোপুরি বন্ধ করারও আহ্বান জানান তিনি।

 

পূর্ববর্তি সংবাদমেয়র আতিক মন্ত্রী, লিটন-খালেক পেয়েছেন প্রতিমন্ত্রীর মর্যাদা
পরবর্তি সংবাদদিন দিন বাড়ছে ইসকন-এর প্রভাব, মন্দির সংখ্যায় ভারতকে ছাড়িয়ে গেছে