তাপপ্রবাহ আরও দু–এক দিন অব্যাহত থাকতে পারে

ইসলাম টাইমস ডেস্ক: সারা দেশে তাপপ্রবাহ আরও দু–এক দিন অব্যাহত থাকতে পারে। এরপর গরমের তীব্রতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও দু–এক দিন অব্যাহত থাকবে।

 

গত রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে ৭১ মিলিমিটার। রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

গতকাল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্ববর্তি সংবাদবুযুর্গদের ইতিকাফ : জীবনের সৌরভ মিরপুরের মোল্লাহ মসজিদ
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রী ঈদুল ফিতর উদযাপন করবেন ফিনল্যান্ডে