মেয়র আতিক মন্ত্রী, লিটন-খালেক পেয়েছেন প্রতিমন্ত্রীর মর্যাদা

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম মন্ত্রীর পদমর্যাদা দেয়া হয়েছে। একইসঙ্গে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেককে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী মেয়র মো. আতিকুল ইসলাম মন্ত্রীর এবং লিটন ও খালেক প্রতিমন্ত্রীর পদমর্যাদার পাশাপাশি বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

এ বিষয়টি শিগগির কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে। স্ব-স্ব পদে অধিষ্ঠিত থাকাকালে তারা সরকার নির্ধারিত পদমর্যাদার পাশাপাশি বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

বাংলাদেশে বর্তমানে ১২টি সিটি করপোরেশেন রয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন মন্ত্রী এবং নারায়ণগঞ্জ সিটির মেয়র সেলিনা হায়াৎ আইভী উপমন্ত্রীর পদমর্যাদায় অধিষ্ঠিত রয়েছেন।

 

পূর্ববর্তি সংবাদদিল্লিতে এক মুসলিম যুবককে মারধরের ঘটনার নিন্দা জানিয়ে বিজেপির তোপের মুখে গম্ভীর
পরবর্তি সংবাদএ বছর কৃষকদের কৃষি ঋণ মওকুফ করতে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন নাসিম