ইসলাম টাইমস ডেস্ক: মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ২৯ মে তিনি নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরে থাকবেন বলে মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না। এ ছাড়া জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও পূর্বনির্ধারিত একটি কর্মসূচি থাকায় তিনি ওই অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না।
মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার পর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও বৈঠক করবেন রাষ্ট্রপতি। এর পর ৩১ মে ঢাকায় ফিরবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
