১০ জুন পর্যন্ত মুলতবি করা হলো আদালত স্থানান্তর নিয়ে খালেদা জিয়ার রিটের শুনানি

ইসলাম টাইমস ডেস্ক: খালেদা জিয়ার বিচারের জন্য পুরান ঢাকার কারাগার থেকে কেরানীগঞ্জের নতুন কেন্দ্রীয় কারাগারের ভেতর আদালত স্থানান্তরে জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানি আগামী ১০ জুন পর্যন্ত মুলতবি করা হয়েছে।

আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মওদুদ আহমেদ ও আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে শুনানির বিষয়টি নিশ্চিত করে খালেদা জিয়ার প্যানেলের আইনজীবী ব্যারিস্টার একে এম এহসানুর রহমান গণমাধ্যমকে জানান, গত রবিবার অদালতের অনুমতি নিয়ে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালসহ অন্য আইনজীবীরা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। পরে সোমবার রিটের শুনানি করতে গেলে মামলায় দুর্নীতি দমন কমিশনকে (দুদক) পক্ষভুক্ত করার জন্য হাইকোর্টের আদেশের পরে দুদককে পক্ষভুক্ত করা হয়।

পূর্ববর্তি সংবাদ‘মধ্যম আয়ের দেশে’ অভাবের তাড়নায় আত্মহত্যা কেন: রিজভী
পরবর্তি সংবাদদিল্লিতে এক মুসলিম যুবককে মারধরের ঘটনার নিন্দা জানিয়ে বিজেপির তোপের মুখে গম্ভীর