ইসলাম টাইমস ডেস্ক: আগামীকাল বৃহস্পতিবার ২৪ রমযান দুপুর ১২ টার মধ্যে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ৪২ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ ইসলাম টাইমসকে এ সংবাদ নিশ্চিত করেন।
মুফতি আবু ইউসুফ জানান, পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ওয়েব সাইট WWW.Wifaqresult.com এ পাওয়া যাবে। এছাড়া মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের নাম বেফাকের অফিসে টানিয়ে দেওয়া হবে।
বেফাকের সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী সাহেবের উপস্থিতিতে ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য ইবতেদায়ি, মুতাওয়াসসিতা, ছানাবিয়া উলয়া ও ফজিলত এই চার মারহালায় গত শাবান মাসে বেফাকের অধীনে ৪২ তম কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশে ৫২৩ টি পুরুষ ও ৬৬৭ টি মহিলা পরীক্ষা কেন্দ্রে মোট ১৫২৪৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
