কলকাতার পার্ক সার্কাসে আগুন

ইসলাম টাইমস ডেস্ক: পশ্চিমবঙ্গের কলকাতার পার্ক সার্কাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন কয়েকটি শুকনো বাঁশের গুদাম এবং প্লাইউডের দোকানে লাগার ফলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে একের পর এক দোকানে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বুধবার এ ঘটনায় অনেকগুলো ব্যবসায় প্রতিষ্ঠান আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, দাহ্য পদার্থ এবং বাতাসের গতি বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত রেললাইনের দিকে ছড়িয়ে পড়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বেড়ে যায়।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার স্থানটি ঘনবসতিপূর্ণ এলাকা। সেখানে বেশ কয়েকটি বহুতল ভবন রয়েছে। এলাকার রাস্তা ছোট  হওয়ায় কাজ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হতে হয়েছে।

পূর্ববর্তি সংবাদবাংলাদেশে সুযোগ খুঁজতে জাপানি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদযাকাত : প্রচলিত কয়েকটি মাসআলা