ইসলাম টাইমস প্রতিবেদন: বিশ্বব্যাপী মুসলিম-অমুসলিমের মাঝে দাওয়াত প্রদানকারী একটি কাফেলার নাম তাবলিগ। এই দাওয়াতের কাজকে কলঙ্কিত করতে গত পয়লা ডিসেম্বর টঙ্গী ময়দানে সাদপন্থী এতায়াতীদের একটি দল নির্মম হালমা চালিয়েছে আলেম, ত্বলাবা ও সাধারণ দীনদার সাথীদের উপর৷ “কারগুযারী” নামে বর্বরোচিত সেই হামলার চিত্রাঙ্কন করেছেন তরুণ আলেম-লেখক মাওলানা ফয়জুল্লাহ ফাইয়ায।
বই নিয়ে ইসলাম টাইমস প্রতিনিধি লেখকের মুখোমুখি হলে লেখক বইয়ের পেছনের খবর জানান। লেখক বলেন, গত দুই তিনবছর যাবত বিতর্কিত ভারতীয় আলেম সাদ কান্ধলবীর বিভ্রান্তিকর আলোচনা ধারাবাহিক চলতে থাকলে আলেম ওলামা ও দারুল দেওবন্দ বারবার তাকে সতর্ক করেন । কিন্তু তিনি সতর্ক না হয়ে উল্টো তার বিভ্রান্তিকর আলোচনার ধারাবাহিকতা চালু রাখে। এ নিয়ে তার বিতর্কিত বক্তব্যে বাংলাদেশে একটা পক্ষ তৈরী হয়। সেই সাদ কান্ধলবীর অনুসারীরা টঙ্গীর ময়দানের জোড়ে অতর্কিত হামলা করে অংসখ্য নিরীহ তালিবুল ইলম এবং আলেম-ওলামাকে আহত ও পঙ্গু করে। বর্বর সে হামলার একজন প্রত্যক্ষদর্শী হিসেবে ইতিহাস সংরক্ষণের ইচ্ছা করলাম৷ অনেক তাবলীগের সাথী ও মুরুব্বিগণ ও উৎসাহ দিলেন কাজ এগিয়ে নেয়ার জন্য।
মাওলানা ফাইয়ায মনে করেন, তাবলীগের চলমান সংঘাতের কারণে জনসাধারণের কাছে হক বাতিল সুস্পষ্ট হয়েছে। এমনকি বহু সাথী তওবা করে সাদ কান্ধলবীর পন্থা থেকে ফিরে এসেছেন৷ গুটিকয়েক লোক তাদের হীন স্বার্থ হাসিলের জন্য এখনো বিভ্রান্তি তৈরী করার চেষ্টা করছেন। তাদের এসব বিভ্রান্তির জবাব দিতে আলেমদের এগিয়ে আসা দরকার৷ অনলাইন-অফলাইনে ব্যাপকভাবে হকের কথা তুলে ধরা প্রয়োজন।
‘কারগুযারী’ বইটাকে একটা প্রমাণ্যচিত্র বা ডকুমেন্টারি বলা যায়। লেখক বইয়ে বেশ কয়েকটি বিন্যাস তুলে ধরেছেন৷ শুরুতে দাওয়াত তাবলীগের কার্যক্রমের বিবরণ এবং মাঝ ও শেষদিকে এনেছেন এতায়াতীদের হামলার শিকার হওয়া আলেম-ত্বলাবা ও সাধারণ দীনদার সাথীদের সাক্ষাৎকার। শেষ কয়েকপৃষ্ঠায় যুক্ত করা হয়েছে প্রমাণ্য কিছু ছবি।
বই পরিচিতি: নাম: কারগুযারী লেখক: মাওলানা ফয়যুল্লাহ ফাইয়ায মুহাদ্দিস, জামিয়া ইমদাদিয়া মুসলিম বাজার, মিরপুর ১২ সম্পাদক: মাওলানা সাদ আব্দুল্লাহ মামুন মুদাররিস, জামিয়া ইমদাদিয়া মুসলিম বাজার, মিরপুর ১২ প্রকাশনায়: মাকতাবুল ইহসান প্রচ্ছদ মূল্য: ১৮০৳ এছাড়াও দাওয়াত ও তাবলীগের উপর লেখকের আরো কিছু বই রয়েছে।
