নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে সব ধরনের প্রস্ততি সম্পন্ন : নৌপ্রতিমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্ততি নেয়া হয়েছে। বড় ধরনের কোনো ভোগান্তি ছাড়াই এবার মানুষ ঘরে ফিরতে পারবে।

বুধবার সকালে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের ঈদ প্রস্ততি পরিদর্শনকালে তিনি এ সব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঈদের সামগ্রিক প্রস্তুতি যদি কোনো চক্র, গোষ্ঠী বা ব্যক্তি বিনষ্টের চেষ্টা করে তাহলে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। গোয়েন্দা নজরদারি আছে। তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, যাত্রীদের নিরাপদে পারাপারে আমাদের চেষ্টার ত্রুটি নেই। তবে এজন্য যাত্রী, পরিবহন চালকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। তাদেরও মনোবল থাকতে হবে।

পূর্ববর্তি সংবাদকাল ১২ টার মধ্যে প্রকাশ হচ্ছে বেফাকের ফলাফল, পাওয়া যাবে বেফাকের নিজস্ব ওয়েব সাইটে
পরবর্তি সংবাদমোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বিকাল সাড়ে ৫টায় দেশ ছাড়ছেন রাষ্ট্রপতি