বিআরটিসির বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: কাদের

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন ঈদ-উল ফিতরের সময় বিআরটিসির বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

রোববার সকালে রাজধানীর মতিঝিলের বিআরটিসির সদর দফতরে আসন্ন ঈদে বিআরটিসির প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি একথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সরকারের বর্তমান মেয়াদের মধ্যে বিআরটিসিকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে বিআরটিসি’র প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করতে হবে।

মন্ত্রী বলেন, বিআরটিসি’র বহরে যুক্ত হচ্ছে নতুন বাস। ইতোমধ্যে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় সংগৃহিত দুইশ’ বাস বহরে যুক্ত হয়েছে, আরো চারশ’ বাস আসছে।

তিনি বলেন, সদ্য সংগৃহিত বাস লীজ দেয়ার ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা যথাযথভাবে প্রতিপালন করতে হবে। এক্ষেত্রে কোন ধরনের অনিয়ম মেনে নেয়া হবে না।

পূর্ববর্তি সংবাদসুন্দরবনে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ জন নিহত
পরবর্তি সংবাদসরকার ডিজিটাল আইনে সাংবাদিকদের স্বাধীনতা হরণ করছে: মির্জা ফখরুল