মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বিকাল সাড়ে ৫টায় দেশ ছাড়ছেন রাষ্ট্রপতি

ইসলাম টাইমস ডেস্ক: নরেন্দ্র মোদির ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তিনদিনের সফরে আজ (বুধবার) দিল্লি যাচ্ছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নুল আবেদীন সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি বিশেষ বিমান (বিজি ১৫১৩) আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কবিন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি।’

৩০ মে সন্ধ্যা ৭টায় ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ও পরবর্তীতে মোদির মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন দেশটির রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।

 

পূর্ববর্তি সংবাদনৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে সব ধরনের প্রস্ততি সম্পন্ন : নৌপ্রতিমন্ত্রী
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না মমতা