সংস্কৃতি ও রাজনীতি সবখানেই অবক্ষয় শুরু হয়ে গেছে: জিএম কাদের

ইসলাম টাইমস ডেস্ক: সংস্কৃতি ও রাজনীতি সর্বত্রই অবক্ষয় শুরু হয়ে গেছে। দেশে সংস্কৃতির নামে অপসংস্কৃতি আর রাজনীতির নামে অপরাজনীতি চলছে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

আজ বুধবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় যুব সংহতি আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

কাদের বলেন, কিছু মানুষ রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছে। রাজনীতিতে যারা যত বেশি টাকা লগ্নি করতে পারে, তারাই বেশি লাভবান হচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্যসেবাও এখন ব্যবসায় পরিণত হয়েছে। অথচ এমনটি হওয়া উচিত নয়। আমরা রাজনীতিতে গুনগত পরিবর্তন আনতে চাই।

জিএম কাদের বলেন, জাতীয় পার্টির রাজনীতিতে যাদের ত্যাগ ও অবদান আছে তাদেরই মূল্যায়ন করা হবে। নেতা-কর্মীদের শুধু কর্মসূচি বাস্তবায়ন করেই দায়িত্ব শেষ হবে না। পার্টির নেতৃত্ব নির্বাচন এবং পার্টির কর্মকৌশল নির্ধারণেও ভূমিকার রাখতে হবে তৃণমূল নেতা-কর্মীদের।

পূর্ববর্তি সংবাদযাকাত : প্রচলিত কয়েকটি মাসআলা
পরবর্তি সংবাদরোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে পূর্ণ সমর্থন জাপানের