সরকার ডিজিটাল আইনে সাংবাদিকদের স্বাধীনতা হরণ করছে: মির্জা ফখরুল

ইসলাম টাইমস ডেস্ক: সরকার ডিজিটাল সিকিউরিটি আইন প্রণয়ন করে সাংবাদিকদের স্বাধীনতা হরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বক্তৃতা দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে একটার পর একটা পত্রিকা বন্ধ করেছে, টিভি চ্যানেল বন্ধ করা হয়েছে, অসংখ্য সাংবাদিকরা চাকুরিচ্যুত হয়েছেন। অনলাইনগুলোও বন্ধ করে দেওয়া হচ্ছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, বাংলাদেশ এখন আর কোনো স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র নয়। এটি সম্পূর্ণভাবে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। স্বাধীনতার মধ্যে দিয়ে যে গণতান্ত্রিক মূল্যবোধ অর্জন করেছিলাম, যেসব প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছিল, তা একে একে ধ্বংস করে ফেলা হয়েছে। বিচার ব্যবস্থাকে এই সরকার দলীয়করণ করেছে, প্রশাসনকে দলীয়করণ করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের মতো করে ব্যবহার করছে। সম্পূর্ণ অর্থনীতির ওপর তারা লুটের রাজত্ব কায়েম করেছে।

পূর্ববর্তি সংবাদবিআরটিসির বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: কাদের
পরবর্তি সংবাদ“কারগুযারী”: টঙ্গী ময়দানে ১ ডিসেম্বরের বর্বরোচিত হামলার ইতিহাস সংরক্ষণের একটি প্রয়াস