সুন্দরবনে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ জন নিহত

ইসলাম টাইমস ডেস্ক: সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু হাসান বাহিনীর চার সদস্য নিহত হয়েছে।এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বুধবার সকালে সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মোহাম্মাদ মুফতি মাহমুদ খান এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার রাতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়ার খাল এলাকায় র‌্যাব টহল দিচ্ছিল। এ সময় জলদস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পরে র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে। এক ঘণ্টা ধরে গোলাগুলির একপর্যায়ে দস্যুরা পিছু হটে। পরে হাসান বাহিনীর প্রধানসহ চার দস্যুর লাশ উদ্ধার করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানান মুফতি মাহমুদ খান।

পূর্ববর্তি সংবাদক্রাইস্টচার্চ মসজিদে হামলায় হতাহতদের জন্য অনুদানের সব অর্থ দিয়ে দিলেন ‘ডিম বালক’
পরবর্তি সংবাদবিআরটিসির বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: কাদের