ইসলাম টাইমস ডেস্ক: সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু হাসান বাহিনীর চার সদস্য নিহত হয়েছে।এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বুধবার সকালে সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মোহাম্মাদ মুফতি মাহমুদ খান এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার রাতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়ার খাল এলাকায় র্যাব টহল দিচ্ছিল। এ সময় জলদস্যুরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পরে র্যাবও পাল্টা গুলি ছুড়ে। এক ঘণ্টা ধরে গোলাগুলির একপর্যায়ে দস্যুরা পিছু হটে। পরে হাসান বাহিনীর প্রধানসহ চার দস্যুর লাশ উদ্ধার করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানান মুফতি মাহমুদ খান।
