ছাত্রলীগের কর্মকাণ্ডকে  জঙ্গি কার্যক্রমের সঙ্গে তুলনা করেছেন ভিপি নুর

ইসলাম টাইমস ডেস্ক:  ছাত্রলীগের কর্মকাণ্ডকে  জঙ্গি কার্যক্রমের সঙ্গে তুলনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূর।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের এই নেতা।

নূর বলেন, “ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া একটি ঐতিহ্যবাহী সংগঠন। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব রমজানের মাসে ইফতার অনুষ্ঠানে হামলা করে তারা প্রমাণ করেছে যে তারা একটি সাম্প্রদায়িক শক্তিতে পরিণত হচ্ছে এবং তাদের কার্যক্রম আমাদের কাছে সাম্প্রতিককালে জঙ্গিদের কার্যক্রমের সাথে সাদৃশ্যপূর্ণ বলে মনে হচ্ছে।

“ডাকসু ভিপি হওয়ার পর থেকেই আমাকে এক প্রকার হত্যা করার উদ্দেশ্য পরিকল্পিতভাবে ছাত্রলীগের সন্ত্রাসীদের দিয়ে এই হামলাগুলো করানো হচ্ছে।”

কয়েকদিন আগে মল চত্বরে পহেলা বৈশাখের কনসার্টের আয়োজনে আগুন দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বঙ্গবন্ধুর আদর্শ থেকে সরে গিয়ে ছাত্রলীগ এখন সন্ত্রাসী কার্যক্রম এবং জঙ্গি কার্যক্রমের দিকে ধাবিত হচ্ছে।”

ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী সংগঠনের নামে যারা সন্ত্রাসী কার্যকলাপ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান ছাত্রলীগের মুহসীন হল শাখার সাবেক নেতা নূর।

এদিকে নুরের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার ছাত্রলীগ একটি তদন্ত কমিটি গঠন করেছে।

তিন সদস্যবিশিষ্ট এই কমিটির সদস্যরা হলেন আইন বিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাত, আইন বিষয়ক উপসম্পাদক সুজন শেখ ও শাহাদুল হাসান আল মুরাদ।

কমিটির প্রতিবেদনে নুরের উপর হামলায় সংগঠনের কারও জড়িত থাকার প্রমাণ পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদ‘৩০ টাকার’ ইফতারকে ধর্মীয় বিষয় নিয়ে ‘রাজনীতি করা’ বললেন ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদবেফাকের ফলাফল প্রকাশ