ঝিনাইদহে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত

ইসলাম টাইমস ডেস্ক: আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডতে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।আহতদের মধ্যে ১২ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কন্যাদহ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

হরিণাকুণ্ড উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা জানান , ওই গ্রামে দুই মাতুব্বরের দুটি সামাজিক দল আছে। ওই গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল বিশ্বাসের সঙ্গে আওয়ামী লীগ কর্মী জাহিদ মণ্ডলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে শত্রুতা চলে আসছিল। বৃহস্পতিবার সকালে উভয় দলের লোকজন ঢাল, শরকি, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ৮ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

পূর্ববর্তি সংবাদহযরত নুর কুতুবে আলম রহ. বাংলার কিংবদন্তি মণীষী
পরবর্তি সংবাদশোলাকিয়ায় ঈদের জামাতে চার স্তরে নিরাপত্তা ব্যবস্থা