ঠাকুরগাঁওয়ে সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ইসলাম টাইমস ডেস্ক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার ভোরে রত্নাই কোর্টপাড়া সীমান্তে ৩৮২ পিলার এলাকা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে গত ২৫ দিনে বিএসএফ চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। এদের একজনও ছাড়া পায়নি।

স্থানীয়রা জানান, ভোরে রত্নাই কোর্টপাড়া সীমান্তের ৩৮২ পিলার এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন হানিফ। এ সময় ভারতের ১৭১ সোনামতি বিএসএফ ক্যাম্পের সৈন্যরা তাকে আটক করে নিয়ে যান।

এ প্রসঙ্গে ঠাকুরগাঁও-৫০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম সাফিউন নবী বলেন, ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ৫ মে বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্ত থেকে চড়ইগেদী গ্রামে আইন উদ্দিনের ছেলে হাবিলউদ্দিন হাবিল, ১৬ মে রত্নাই যুগীবস্তী গ্রামের হানিফ, ও ২২ মে চোষপাড়া সীমান্ত থেকে চড়ই গেদী বেউরঝারী গ্রামের নিজামের ছেলে মাহমুদ ওরফে ন্যাড়া মিস্টারকে বিএসএফ আটক করে নিয়ে যায়।

তাদের একজনও ছাড়া পাননি। আটককৃতরা ভারতের কারাগারে বন্দি রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পূর্ববর্তি সংবাদবেফাকের ফলাফল, কোন মারহালায় কারা অধিকার করেছেন শীর্ষস্থান
পরবর্তি সংবাদহযরত নুর কুতুবে আলম রহ. বাংলার কিংবদন্তি মণীষী