ফিটনেসবিহীন গাড়ি নামিয়ে যানজট সৃষ্টি না করার নির্দেশ কাদেরের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামিয়ে যানজট সৃষ্টি করবেন না।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরে ঈদযাত্রা নিয়ে প্রস্তুতি সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।

ঢাকা-সিলেট মহাসড়কে চার লেন প্রকল্পের বেশ অগ্রগতি হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এ মহাসড়কের চার লেন প্রকল্পের ফান্ডের যথেষ্ট অগ্রগতি হয়েছে। তাই খুব শিগগির প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হবে।

সভায় মন্ত্রী আরও বলেন, ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে দুই গুরুত্বপূর্ণ মহাসড়কে সেতু, ফ্লাইওভার ও আন্ডারপাস দিয়েছেন । ফলে এবার ঈদযাত্রা হবে স্বস্তির ।

 

পূর্ববর্তি সংবাদজিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ বিএনপি নেতাদের
পরবর্তি সংবাদতাফসির পরিচিতি: উপমহাদেশের লাখো আলেমের প্রিয় কিতাব তাফসীরে বয়ানুল কোরআন