ইসলাম টাইমস ডেস্ক: হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে দানিয়ুব নদীতে নৌকা ডুবে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং ১৯ জন নিখোঁজ রয়েছেন। খবর বিবিসির।
স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নৌকাটিতে ৩৩ জনের অধিকাংশই ছিলেন দক্ষিণ কোরিয়ার পর্যটক। নৌকাটি নোঙ্গর করার সময় অন্য একটি জলযান নৌকাটিকে আঘাত করলে এটি ডুবে যায়।ডুবে যাওয়া নৌকাটির নাম ‘হাবলেয়ানি’ বা ‘মারমেইড’ ছিল বলে শনাক্ত করা গেছে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় ১৯ কোরিয়ান নিখোঁজ রয়েছেন। দেশটির সরকার কর্মকর্তাদের একটি দলকে হাঙ্গেরিতে পাঠানোর পরিকল্পনা করেছে বলে জানিয়েছে তারা।
বৃহস্পতিবারের প্রথম প্রহর থেকে নদীর ভাটির দিক বরাবর কয়েক কিলোমিটার এলাকাজুড়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। অভিযানে বহু নৌকা, ডুবুরি, স্পটলাইট ও রাডার স্ক্যান ব্যবহার করা হচ্ছে। অভিযান শুরু করার কয়েক ঘণ্টা পর উদ্ধারকারী দল মারমেইডের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে।
