বেফাকের ফলাফল, কোন মারহালায় কারা অধিকার করেছেন শীর্ষস্থান

ইসলাম টাইমস ডেস্ক: বেফাকুল মাদারিসিল আরাবিয়ার অধীনে অনুষ্ঠিত ৪২ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ বেলা ১০ টায় সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ বেফাকের সহ-সভাপতি শাইখুল হাদীস আল্লামা আশরাফ আলীর কাছে ফলাফলের ফাইল হস্তান্তর করলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

৪২ তম কেন্দ্রীয় পরীক্ষায় ফযীলত মারহালার বালক শাখায় মেধা তালিকায় ১ম স্থান অর্জন করেছেন মাদানীনগর মাদরাসার মুহাম্মাদ আব্দুল্লাহ্। ২য় স্থান অর্জন করেছেন জামিয়া ইসলামিয়া বাইতুন নূর মাদরাসার ইকরামুল হাসান। ৩য় স্থান অধিকার করেছেন বাইতুন নূর মাদরাসার মাহবুবুল আলম। বালিকা শাখায় ১ম স্থান অধিকার করেছেন ঢাকা জেলার ফাতেমাতুয যাহরা রাযি. মুহাম্মদপুর মাদরাসার নাইমা হুসাইন। ২য় স্থান অধিকার করেছেন কিশোরগঞ্জ জেলার আয়েশা সিদ্দীকা রাযি. মাদরাসার মাইমুনা। ৩য় স্থান অধিকার করেছেন বরিশাল জেলার চরমোনাই জামিয়া রশিদিয়া আহসানাবাদ মহিলা শাখার তাকওয়া তাজুন্নূর।

সানাবিয়া উলয়া মারহালার বালক শাখায় শীর্ষস্থান অধিকার করেছেন জামিয়া রহমানিয়া মাদরাসার মাহবুবুল আলম। ২য় স্থান অধিকার করেছেন যৌথভাবে মাদারিপুর জেলার জামিয়াতুস সুন্নাহ দক্ষিণকান্দি মাদরাসার ইয়াকুব আলী এবং একই মাদরাসার মুহাম্মদ আব্দুল আযীয। তৃতীয় স্থান দখল করেছেন মারকাজুল ইলমি ওয়াদ দাওয়াহ সাভারের শাকিল ইজতিহাদ সিফাত। বালিকা শাখায় প্রথম হয়েছেন জামিয়া ইসলামিয়া রানাভোলা উত্তরা মাদরাসার মোবাশ্বিরা আক্তার। দ্বিতীয় হয়েছেন যৌথভাবে ময়মনসিংহ জেলার মিফতাহুল জান্নাত গলগন্ডা মাদরাসার সাদিয়া মারজান ও ঢাকা জেলার ফাতিমাতুয যাহরা মাদরাসার উম্মে হানি। তৃতীয় হয়েছেন ঢাকা জেলার মাদরাসাতুল কিতাব ওয়াস সুন্নাহ মাদরাসার আয়েশা আক্তার।

মুতাওয়াসসিতা মারহালার বালক শাখায় প্রথম হয়েছেন যৌথভাবে বাইতুন নূর মাদরাসার সাজ্জাদ হুসাইন ও কুমিল্লা জেলার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম বরুড়া মাদরাসার খালেদ হুসাইন। দ্বিতীয় হয়েছেন যৌথভাবে তিনজন। ফরিদপুর জেলার আল মাদরাসাতুল ইসলামিয়া মদিনাতুল উলূম নগরকান্দা-এর মুহাম্মদুল্লাহ্। নারায়নঞ্জ জেলার কাসেমুল উলূম মাদরাসার মুহাম্মদ শাহ জালাল এবং মাদারিপুর জেলার জামিয়াতুস সুন্নাহ-এর আবদুর রহমান তামীম। তৃতীয় হয়েছেন জামিয়া রাব্বানিয়ার রবিউল ইসলাম এবং নারায়নগঞ্জের দেওভোগ মাদরাসার মুহাম্মাদ আরাফাত হুসাইন। বালিকা শাখায় প্রথম হয়েছেন ঢাকা জেলার রানাভোলা উত্তরা মাদরাসার আফিফা রহমান মারিয়া। দ্বিতীয় হয়েছেন কিশোরগঞ্জ জেলার জামিয়াতুল আযহার লিল বানাত মদারাসার মাহুমুদা আক্তার তুলফা। তৃতীয় হয়েছেন কুমিল্লা জেলার ইকরা মহিলা মাদরাসার নাসরিন শিফা।

ইবতিদাইয়্যাহ বালক শাখায় প্রথম হয়েছেন নারায়নগঞ্জ জেলার ভূঁইপাড়া মাদরাসার মুহাম্মদ জুনাইদ আল হাসান। দ্বিতীয় হয়েছে যৌথভাবে চারজন। জামিয়া রাব্বানিয়ার মুহাম্মাদ তামীম, বাইতুন নূরের মুহাম্মাদ বেলাল হুসাইন, জামিয়া হাকিমুল উম্মত কেরানিগঞ্জ মাদরাসার মুহাম্মাদ মাহফুজুর রহমান। কুষ্টিয়া জেলার আশরাফুল উলূম মঙ্গলবাড়িয়া মাদরাসার মুহাম্মদ তানভীর আব্দুল্লাহ্। তৃতীয় হয়েছেন যৌথভাবে তিনজন। জামিয়া রাব্বানিয়া মাদরাসার মুহাম্মদ কিফায়াতুল্লাহ। জামিয়া ইসলামিয়া কাসিমুল উলূম পল্লবী মাদরাসার আব্দুল্লাহ আল মারুফ এবং জামিয়া হাকিমুল উম্মত মাদরাসার মুহাম্মদ আব্দুল্লাহিল কাফি। বালিকা শাখায় প্রথম হয়েছেন জামালপুর জেলার মিফতাহুল জান্নাত ( মরিয়ম) মহিলা মাদরাসার সাইমুম জান্নাত সাদিয়া। দ্বিতীয় হয়েছেন ফরিদপুর জেলার তানযিমুল উলূম কওমি মহিলা মাদরাসার উম্মে হাবিবা। তৃতীয় হয়েছেন ময়মনসিংহ জেলার মিফতাহুল জান্নাত গলগন্ডা মাদরাসার ফারিহা।

এছাড়া তাহফিযুল কুরআন- এর ৬৬টি গ্রুপে (প্রতি গ্রুপে ৩ জন করে) ও ইলমুত তাজবীদ ওয়াল কিরাতের ৩ টি গ্রুপে ( প্রতি গ্রুপে ৩ জন করে) পৃথক পৃথকভাবে মেধা তালিকায় শীর্ষে রয়েছেন অনেকেই।

বেফাকের পরীক্ষা বিষয়ক একজন কর্মকর্তা মাওলানা রফিকুল ইসলাম বার্তা পাঠিয়ে ইসলাম টাইমসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তি সংবাদবুদাপেস্টে দানিয়ুব নদীতে নৌকা ডুবে ৭ জনের মৃত্যু, নিখোঁজ ১৯
পরবর্তি সংবাদঠাকুরগাঁওয়ে সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ