ইসলাম টাইমস ডেস্ক: বেফাকুল মাদারিসিল আরাবিয়ার অধীনে অনুষ্ঠিত ৪২ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েয়েছ। আজ বেলা ১০ টায় সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ বেফাকের সহ-সভাপতি শাইখুল হাদীস আল্লামা আশরাফ আলীর কাছে ফলাফলের ফাইল হস্তান্তর করলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
ছয়টি স্তরে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো ১ লাখ ৫২ হাজার পরীক্ষার্থী। এতে উত্তীর্ণ হয় ১ লাখ ১৩ হাজার ৪৫২ জন। গড় পাশের হার ৭৭.৯৬%। ছাত্রদের পাশের হার ৮৩.২৭% এবং ছাত্রীদের পাশের হার ৬৯.৯৯%। পরীক্ষায় স্টারমার্ক পেয়েছে ২১ হাজার ১৭৫ জন এবং প্রথম বিভাগে পাশ করেছে ২৬ হাজার ১৭৫ জন শিক্ষার্থী।
স্তর ভিত্তিক পাশের হারঃ ফযিলত মারহালায় পাশের হার (বালক) ৮৬.৯১% ও (বালিকা) ৮১.৭২%। ছানাবিয়া মারহালায় (বালক) ৭২.৭৪% (বালিকা) ৫৬.২৫%। মুতাওয়াসসিতা মারহালায় (বালক) ৮৯.৭৭% ( বালিকা) ৭৫.১৭%। ইবতেদায়ি মারহালায় (বালক) ৭৫.৬৬ ( বালিকা) ৬৭.০৫% এছাড়া তাহফিজুল কুরআন এবং ইলমুত তাজবীদ ওয়াল কিরাত বিভাগে পাশের হার যথাক্রমে ৮৬.৫৫% ও ৮৮.০০%।
বেফাকের পরীক্ষা বিষয়ক একজন কর্মকর্তা মাওলানা রফিকুল ইসলাম বার্তা পাঠিয়ে ইসলাম টাইমসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
