ইসলামের সমাজিক মূল্যবোধে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন ব্রিটিশ নারী

ইসলাম টাইমস ডেস্ক: ব্রিটিশ নাগরিক মেক্সিন ব্রাডক আরব আমিরাতে এই রমযানের প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তার নাম হয় ইমান।

৪৯ বছর বয়সী ইসলাম গ্রহণের কারণ হিসাবে উল্লেখ করেন, ইসলামের সমাজিক মূল্যবোধগুলো তাকে মুগ্ধ করেছে। পরস্পরকে ভালবাসা, কারো ক্ষতি না করা ইসলামের এই ধরণের নীতি ও বিধানগুলোর তার মনে শান্তি এনে দিয়েছে।

ইমান আরও কয়েক বছর আগেই ইমান আনতেন। কিন্তু তার মা রাজি ছিলেন না। এখন তার মার ইন্তিকালের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

এবারের রমযান ইমানের জীবনের প্রথম রোযা। ইমান বলেন, রোযার মাধ্যমে আল্লাহর সাথে তার সম্পর্ক আগের চেয়ে অনেক মজবুত হয়েছে।

‘আহ, জীবনের প্রথম নামাজে দাড়িয়ে আমার যে অননুভূতি হয়েছে, আমি যদি প্রকাশ করার ভাষা পেতাম!’ যোগ করেন ইমান।

ইমান এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। কুরআন পড়েন। এবং দুআ করেন।

সূত্র: খলীজ টাইমস

পূর্ববর্তি সংবাদরাজু ভাস্কর্যের সামনে ঈদ করার হুমকি ছাত্রলীগের পদবঞ্চিতদের
পরবর্তি সংবাদসিলেটের প্রবীণ আলেম আল্লামা শিহাবুদ্দীন চতুলীর ইন্তেকাল