ইসলাম টাইমস ডেস্ক: গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষীসাব্যস্ত দুই শীর্ষ কর্মকর্তার শাস্তি ঘোষণা করেছে পাকিস্তান সেনা আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন পাকিস্তানের সাবেক ব্রিগেডিয়ার রাজা রিজওয়ান । অন্যজন অবসরপ্রাপ্ত সেনা জেনারেল জাভেদ ইকবাল। ব্রিগেডিয়ারকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও, সাবেক সেনা জেনারেলের ১৪ বছর করাদণ্ড হয়েছে।
ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন সূত্রে খবর, একই ঘটনায় দোষী চিকিৎসক ওয়াসিম আকরামকেও মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া গতকাল বৃহস্পতিবার সেনা আদালতের রায় অনুমোদন করেন।
সূত্র থেকে জানা যায়, সাজাপ্রাপ্তরা একটি বিদেশি সংস্থার কাছে দেশের নিরাপত্তার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই শাস্তি ঘোষণা করল দেশটির সেনা আদালত।
