জোরদার গবেষণা ও উন্নয়ন সক্ষমতা যুক্তরাষ্ট্র থেকে এখন প্রাচ্যের হাতে : মাহাথির মুহাম্মদ

ইসলাম টাইমস ডেস্ক: একদা জোরদার গবেষণা ও উন্নয়ন সক্ষমতা ছিল যুক্তরাষ্ট্রের করায়ত্ত। এখন সেই সক্ষমতা প্রাচ্য অর্জন করেছে- এই ‘বাস্তবতা’ ওয়াশিংটনকে মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদ।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ গতকাল বৃহস্পতিবার টোকিও নগরীতে ‘এশিয়ার ভবিষ্যৎ’ শীর্ষক সম্মেলনে বক্তৃতা করছিলেন। অনুষ্ঠানের আয়োজক জাপানভিত্তিক বাণিজ্য সাময়িকী ‘নিক্কি’। চীনা কোম্পানি ‘হুয়াওয়ে’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কুপিত হওয়ার প্রসঙ্গে  মাহাথির বলেন, ‘আমি সামনে থাকতে না পারলে, আমি তোমায় নিষিদ্ধ করব, যুদ্ধজাহাজ পাঠাব’ মনোভঙ্গি তো প্রতিযোগিতা নয়- এটা হচ্ছে হুমকি।

যুক্তরাষ্ট্রের এমন মনোভাব সঠিক নয় মন্তব্য করে মাহাথির মোহাম্মদ বর্তমান বাস্তবতা তুলে ধরে বলেন, একদা জোরদার গবেষণা ও উন্নয়ন সক্ষমতা ছিল যুক্তরাষ্ট্রের করায়ত্ত। এখন সেই সক্ষমতা প্রাচ্য অর্জন করেছে- এই ‘বাস্তবতা’ ওয়াশিংটনকে মেনে নিতে হবে।

পূর্ববর্তি সংবাদ‘জিয়ার রাজনীতিতে গাড়ি-বাড়ি ও বিত্তশালী হওয়ার কোনো অনুপ্রেরণা ছিল না’
পরবর্তি সংবাদগুপ্তচরবৃত্তির কারণে দেশের দুই শীর্ষ কর্মকর্তাকে সাজা দিল পাকিস্তান সেনা আদালত