‘ট্রাম্প-কিম বৈঠক ব্যর্থতায় উত্তর কোরিয়ার পাঁচ শীর্ষ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর

ইসলাম টাইমস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের দ্বিতীয় দফার বৈঠক ব্যর্থ হওয়ার জেরে উত্তর কোরিয়া দেশের পাঁচ শীর্ষ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করে। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

তবে খবরের বিষয়ে দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। উত্তর কোরিয়ায় কর্মকর্তাদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নিয়ে আগেও দক্ষিণ কোরিয়া থেকে খবর প্রকাশিত হয়।

 

দক্ষিণ কোরিয়ার সংবাদপত্রের প্রতিবেদনটিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া এক কর্মকর্তার নাম জানানো হয়েছে। তিনি হলেন কিম হায়ক চোল। তিনি যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার বিশেষ দূত ছিলেন। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ট্রাম্পের সঙ্গে কিম জং–উনের বৈঠক আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। হ্যানয়ে যাওয়ার সময় কিম জং–উনের ব্যক্তিগত ট্রেনেও ছিলেন তিনি।

কিম হায়ক চোল সম্পর্কে খবরে বলা হয়, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার সঙ্গে প্রতারণার জন্য এই কর্মকর্তাকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাকি চারজন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে তাঁদের নাম জানা যায়নি।

 

পূর্ববর্তি সংবাদএবার সড়কে যানজটের আশঙ্কা নেই : ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদঈদের ছুটিতে ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থার নির্দেশ