ইসলাম টাইমস ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা দ্বিতীয়বারের মতো শপথ নিলেন নরেন্দ্র মোদি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ তাঁকে শপথবাক্য পাঠ করান। প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, সাবেক সভাপতি সোনিয়া গান্ধী এবং দিল্লির মুখ্যমন্ত্রী নেতা অরবিন্দ কেজরিওয়ালসহ বিরোধী দলের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধিদলও যোগ দেয়।
মন্ত্রিসভায় মোট সদস্য ৫৮। তাঁদের মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী, ২৪ জন প্রতিমন্ত্রী এবং ৯ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। মন্ত্রিসভায় নারী সদস্য ছয়জন। আর ১৯ জন রয়েছেন নতুন মুখ। গতকাল সন্ধ্যা ৭টায় মোদি শপথ নেওয়ার পর মন্ত্রীরাও একে একে শপথ নেন।
মোদির সঙ্গে প্রথমেই মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, বিদায়ী মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারমন ও রেলমন্ত্রী পীযূষ গয়াল। সাবেক রেলমন্ত্রীকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়ার আলোচনাও রয়েছে। এ ছাড়া বিদায়ী মন্ত্রিসভার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ যাবেদকর ও স্মৃতি ইরানি, নীতিন গড়করী, সদানন্দ গৌড়াও শপথ নিয়েছেন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার।
