ইসলাম টাইমস ডেস্ক: রাবেতা আল-আলম আল-ইসলামির (মুসলিম ওয়ার্ল্ড লিগ) মধ্যপন্থা ও পরিমিতিবোধ শীর্ষক চারদিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের শেষ দিন (৩০ মে) ‘চার্ট অব মক্কা’ বা মক্কা ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়। এতে বিশ্ববাসীর প্রতি শান্তিপ্রিয় ও পরমতসহিষ্ণু হওয়ার আহ্বান, জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে সুপারিশসহ মুসলিম বিশ্বের নানা সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ১৩ দফা প্রস্তাবনা ঘোষণা করা হয়।
পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত চারদিনব্যাপী রাবেতা আল আলম আল ইসলামী আন্তর্জাতিক সম্মেলনে ইসলামী বিশেষজ্ঞরা এ প্রস্তাবনা গ্রহণ করেন।সম্মেলনটিতে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় রাবেতা সম্মেলনের আহ্বান কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মুসলিম বিশ্বের বিশেষজ্ঞরা।
ওই প্রস্তাবসমুহ রাবেতার জেনারেল সেক্রেটারি ড. মুহাম্মাদ বিন আবদুল করিম আল ইসার নেতৃত্বে রাবেতার বিশেষ প্রতিনিধি দল তা মহামান্য বাদশাহ সালমান বিন আবদুল আজিজের কাছে হস্তান্তর করে।
আজ (শুক্রবার ৩১ মে) থেকে শুরু হওয়া মুনাজ্জামাতু আত তাওয়ানি আল ইসলামি বা ওআইসির ১৪ তম অনুষ্ঠিতব্য মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে তা উত্থাপন করা হবে।
