ইসলাম টাইমস ডেস্ক: শিডিউল বিপর্যয়ের মধ্য দিয়েই শুরু হয়েছে বরাবরের মতো এবারও ট্রেনে ঈদযাত্রা। নির্ধারিত সময়ের চেয়ে বেশ বিলম্বে কমলাপুর রেলস্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেন ছাড়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।
সকাল ৬টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও আজ শুক্রবার রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি সোয়া ৮টায় স্টেশন ছাড়ে। সকাল ৯টায় ছাড়ার কথা উত্তরবঙ্গগামী রংপুর এক্সপ্রেস কমলাপুর রেলস্টেশন ছেড়ে যাবে বেলা ১টার পরে । লালমনি এক্সপ্রেস প্রায় ৭ ঘণ্টা দেরি করবে বলে স্টেশন সূত্র জানিয়েছে।
স্টেশন সূত্রে জানা গেছে, কমলাপুর থেকে শুক্রবার ৩৩টি নির্ধারিত আন্তঃনগর ট্রেন ছেড়ে যাবে বিভিন্ন গন্তব্যে। সবকটি ট্রেনেই শিডিউল বিপর্যয় দেখা দেবে। কারণ অধিকাংশ ট্রেনই নির্ধারিত সময়ে ঢাকা পৌঁছাতে পারছে না।
তবে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক গণমাধ্যমকে বলেন, কিছুটা দেরিতে ট্রেন ছেড়ে যাচ্ছে। তবে আমরা চেষ্টা করছি, যাতে নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যেতে পারে।
