সরকার গঠনে ব্যর্থ নেতানিয়াহু, দুই মাসের ব্যবধানে ইসরাইলে আবার জাতীয় নির্বাচন

ইসলাম টাইমস ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জোট করে নতুন সরকার গঠনে ব্যর্থ হওয়াই দেশটির আইনপ্রণেতারা পার্লামেন্ট ভেঙে দেয়ার পক্ষে ভোট দিয়েছেন। ফলে  দুই মাসেরও কম সময়ের ব্যবধানে দেশটিতে আরেকটি নতুন নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে।

বিবিসি সূত্রে জানা যায় আগামী ১৭ সেপ্টেম্বর নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ইসরাইলের ইতিহাসে প্রথমবারের মতো একজন মনোনীত প্রধানমন্ত্রী সরকার গঠনে ব্যর্থ হলেন।

৯ এপ্রিল ইসরাইলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ইসরাইলি পার্লামেন্ট নেসেটের ১২০টি আসনের মধ্যে নেতানিয়াহুর লিকুদ পার্টি ৩৫ আসনে জয় পায়। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১টি আসন। ইসরাইলের ইতিহাসে কোনো দলই কখনও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দেশটিতে সব সময়ই জোট সরকার ক্ষমতায় থেকেছে। নির্বাচনের ফলাফলে ডানপন্থী জোট গঠনের মাধ্যমে নেতানিয়াহুর সামনে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পথ খুলে যায়। কিন্তু বুধবার মধ্যরাতের নির্ধারিত সময়ের মধ্যে জোট গঠনে ব্যর্থ হন তিনি।

এরপরই নবনির্বাচিত আইনপ্রণেতারা পার্লামেন্ট ভেঙে দেয়ার পক্ষে ভোট দেয়। পার্লামেন্ট ভেঙে দেয়ার পক্ষে ৭৪টি ও বিপক্ষে ৪৫টি ভোট পড়ে। নেতানিয়াহু তার ডানপন্থী ব্লকের কট্টর অর্থোডক্সপন্থীদের সঙ্গে ধর্মনিরপেক্ষ দলগুলোর পুরনো দ্বন্দ্বের মীমাংসা করতে না পারার কারণেই জোট গঠনে ব্যর্থ হন। দু’পক্ষের মধ্যে সমঝোতা করানোর বেশ কয়েকটি উদ্যোগ নিলেও তা ভেস্তে যায়। নেতানিয়াহুর পুরনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগডোর লিবারম্যানকে ক্ষমতালিপ্সু অভিহিত করে লিকুদ পার্টি। তিনি প্রধানমন্ত্রীকে সরিয়ে দিতে চাইছেন বলে অভিযোগ করে দলটি। অভিযোগের মুখেও লিবারম্যান নিজের অবস্থানে অনড় থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে জোট গঠনের আলোচনা আর আলোর মুখ দেখেনি।

ইসরাইলের প্রেসিডেন্ট রুভেন রিভিলিনের পার্লামেন্টের অন্য কাউকে সরকার গঠনের আমন্ত্রণ জানানোর সম্ভাবনা ঠেকাতে নেতানিয়াহু নতুন নির্বাচনের পক্ষে অবস্থান নেন।

 

পূর্ববর্তি সংবাদনেত্রকোনায় ভিজিএফের ১২০ বস্তা চাল আত্মসাৎ করল আ.লীগ নেতা
পরবর্তি সংবাদজুমাতুল বিদার বিশেষ কোনো ফজিলত কি শরিয়তে কিছু আছে?