এবার ঈদে প্রত্যেকটি গাড়ির ফিটনেস পরীক্ষা-নিরীক্ষা করে সড়কে চলাচলের অনুমতি দেয়া হবে

এবার ঈদে চলাচলরত প্রত্যেকটি গাড়ির ফিটনেস পরীক্ষা-নিরীক্ষা করে সড়কে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানালেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। তিনি বলেন, প্রত্যেকটি পরিবহনকেই স্ব-স্ব টার্মিনালে ফিটনেস পরীক্ষার করে ছাড়া হবে। তাই এবার ঈদে সড়ক দুর্ঘটনা কম হবে বলে প্রত্যাশা করছি।

শনিবার দুপুরে সাভারের নবীনগরের একটি রেস্তোরাঁয় ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো যানজট তৈরি হয়নি, চাঁদাবাজির খবর আসেনি। কোনো ধরনের অপরাধমূলক ঘটনা সড়কে ঘটেনি।তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের ঈদযাত্রা হবে যানজটমুক্ত।

পূর্ববর্তি সংবাদইসলাম গ্রহণ করেছেন ব্রাজিলের সাবেক ফুটবলার সার্জিও রিকার্দো
পরবর্তি সংবাদবুযুর্গদের ইতিকাফ : মাওলানা আবদুল মতিন বিন হুসাইন-এর সান্নিধ্যে ঢালকানগরে বহু মানুষ