ওবায়দুল কাদের বললেন, ভাড়ার ব্যাপারে যাত্রীদের কোনও অভিযোগ নেই

ইসলাম টাইমস ডেস্ক: ঈদযাত্রায় যানবাহনের ভাড়ার ব্যাপারে যাত্রীদের কোনও অভিযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘ভাড়ার ব্যাপারে যাত্রীদের সঙ্গে কথা বলেছি। যাত্রীরা কোনও অভিযোগ করেনি। চাঁদাবাজির বিষয়েও সর্তক করা হয়েছে। আমি আশা করি, ঈদ পর্যন্ত এই স্বস্তিদায়ক যাত্রা অব্যাহত থাকবে।’

শনিবার (১ জুন) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন ওবায়দুল কাদের।

সারাদেশের রাস্তা ভালো হওয়ার ঈদযাত্রায় কোথাও যানজট নেই জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সব রুটে যানজটমুক্ত নিরাপদ যাত্রা অব্যাহত আছে। উত্তরবঙ্গের যাত্রা নিয়ে সংকট হওয়ার আশঙ্কা থাকলেও যান চলাচল অব্যাহত আছে। বৃষ্টি হলে গাড়ির গতি ধীর হতে পারে কিন্তু তাতে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই।’

মহাখালী বাস টার্মিনালের এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিআরটিএ’র চেয়ারম্যান মশিয়ার রহমান ও ঢাকা জেলা মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. ওসমান আলী।

পূর্ববর্তি সংবাদশাহরিয়ার কবিরের আবিষ্কার: `বহু এনজিও রোহিঙ্গাদের জেহাদে উদ্বুদ্ধ করছে’!
পরবর্তি সংবাদইসলাম গ্রহণ করেছেন ব্রাজিলের সাবেক ফুটবলার সার্জিও রিকার্দো