ইসলাম টাইমস প্রতিবেদন: প্রবীণ আলেমেদ্বীন সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার দীর্ঘ পঞ্চাশ বছরের শাইখুল হাদীস আল্লামা শিহাবুদ্দীন চতুলী কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইসলাম টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় আলেম আব্দুল আযীয মাহবুব।
তিনি জানান, শুক্রবার দিন শেষে রাত ২ টায় কানাইঘাট কেন্দ্রীয় হাসপাতালে ইন্তেকাল করেন।
আল্লামা শিহাবুদ্দীন চতুলী সিলেটের আঞ্চলিক শিক্ষাবোর্ড আযাদ দীনী এদারার দীর্ঘ দিনের পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন।
