আবারও ইসরাইলের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরিয়া

ইসলাম টাইমস ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের পাশ্ববর্তী এলাকা লক্ষ্য করে ইসরাইলের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী।

দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে গণমাধ্যম জানায়, রোববার ভোরে ইসরাইলের হামলা ব্যর্থ করে দিয়েছে এবং আকাশেই কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

এগুলো ইসরাইল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র কিনা তা স্পষ্ট করেনি সিরিয়ার সরকার। তবে একটি বেসরকারি সূত্র বলছে, রিফ দামেস্ক এলাকার আকাশে ধ্বংসপ্রাপ্ত ক্ষেপণাস্ত্রগুলো ইহুদিবাদী ইসরাইল থেকে ছোড়া হয়েছে।

গোলানের যে অংশটি এখনও সিরিয়ার কাছে রয়েছে সেখান থেকে একটি রকেট ইসরাইলে নিক্ষেপের পরই রোববার ভোরের এ ঘটনা ঘটে বলে সূত্রটি মন্তব্য করেছে।

সিরিয়ার সামরিক ও বেসামরিক অবস্থানে দখলদার ইসরাইল মাঝে মধ্যেই এ ধরনের হামলা করে আসছে।

সিরিয়ায় যখন সরকারপন্থি ও বিরোধীদের মাঝে তুমুল লড়াই চলছে, তখন তেল আবিব সিরিয়ায় হামলা জোরদার করেছে।

তবে এরই মধ্যে ইসরাইলের বহু ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট।

পূর্ববর্তি সংবাদবাস-লেগুনা সংঘর্ষে সিরাজগঞ্জে নিহত ৮
পরবর্তি সংবাদআরও ৩ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা