আলোচনা সফল হয়নি, শিগগিরই অস্ত্রবিরতিতে যাচ্ছে না তালেবান

ইসলাম টাইমস ডেস্ক: শিগগিরই অস্ত্রবিরতি চুক্তিতে যাচ্ছে না তালেবান। আজ শনিবার এমন আভাসই দিয়েছেন দলটির নেতা আখুন্দজাদা।

তিনি বলেন, ‘উত্তপ্ত রণাঙ্গনে কারো উচিত হবে না আমাদের কাছে শীতল পানি চাওয়ার।’ তবে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার দরজা খোলা থাকবে বলে জানিয়েছেন তিনি।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি রমজানের শুরুতেই দেশজুড়ে অস্ত্রবিরতির প্রস্তাব করেছিলেন। কিন্তু তালেবান গ্রুপ তা প্রত্যাখ্যান করে।

 

আসন্ন ঈদের আগে দেয়া বার্তায় তিনি বলেন, আলাপ আলোচনার দরোজা উন্মুক্তই রাখা হয়েছে। এ মুহূর্তে তালেবানের আলোচক দল মার্কিন দলের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।

কাতারে উভয়পক্ষে আলোচনা চললেও আফগানিস্তান জুড়ে যুদ্ধ থেমে নেই। এছাড়া আালোচনায় অগ্রগতিও হয়েছে খুব সামান্য।

গত বছর ঈদ উপলক্ষ্যে তালেবান তিনদিনের অস্ত্রবিরতি পালন করে। এবারও তাই অনেক আফগানের আশা ছিল আবারও অস্ত্রবিরতির। কিন্তু তা প্রত্যাখ্যান করলো তালেবান।

পূর্ববর্তি সংবাদ‘নতুন করে দেশে জঙ্গিবাদ উত্থানের আওয়াজ’ পাচ্ছে ১৪ দল
পরবর্তি সংবাদসন্তুষ্টির সঙ্গে আমন্ত্রণ গ্রহণ: বাংলাদেশে আসছেন মোদি