ইসলাম টাইমস ডেস্ক: দিকেদিকে বিজেপির এখন একটাই স্লোগান ‘জয় শ্রীরাম’। রাজনৈতিক কৌশলেরও অঙ্গ হিসেবে বারবার সামনে আনা হয়েছে রামকে। অন্যথা হচ্ছে না পশ্চিমবঙ্গেও ক্ষেত্রেও। কিন্তু জয় শ্রীরাম স্লোগান দিয়ে এবার বাড়িতে ঢুকে ভাঙচুর ও মহিলার শ্লীলতাহানি করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ঘোলার কালীঘাটে।
জানা গিয়েছে, শনিবার রাতে স্থানীয় এক তৃণমূল নেতার বাড়িতে হামলা চালায় বিজেপির একদল কর্মী। ভাঙচুর করা হয় গোটা বাড়ি। তৃণমূল নেতার স্ত্রী’র শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ।
এমনকি ওই বিজেপি কর্মীকে ওই ঘটনায় গ্রেফতার করা হলেও পরে সে ছাড়া পেয়ে আবার ওই বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে তৃণমূল কর্মীরা পথ অবরোধ করে। তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। খবর: টিওআই।
