দিনাজপুরে ছাত্রলীগ নেতার গাড়ির কাগজ দেখতে গিয়ে ধাক্কাধাক্কি, ৪ পুলিশ প্রত্যাহার

ইসলাম টাইমস ডেস্ক: দিনাজপুরের বিরল উপজেলা ছাত্রলীগ সভাপতির গাড়ির কাগজ দেখতে চাওয়ায় এক এসআই ও তিন পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে।

গতকাল শনিবার বিকেলে বিরল থানার সামনে এ ঘটনা ঘটেছে। ওই ছাত্রলীগ নেতার নাম সারোয়ারুল ইসলাম রাসেল।

ক্লোজ হওয়া চার পুলিশ সদস্য হলেন বিরল থানার এসআই নজরুল ইসলাম এবং কনস্টেবল বাবুল হক, সাগর আহম্মেদ ও মিজানুর রহমান। পরে সন্ধ্যা ৬টার দিকে তাদেরকে প্রত্যাহার করে দিনাজপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

বিরল থানার ওসি এ টি এম গোলাম রসুল জানান, শনিবার বিকেলে বিরল থানা গেটের সামনে সারোয়ারুল ইসলাম রাসেলের মোটরসাইকেলের গতিরোধ করে কাগজপত্র দেখতে চায় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে রাসেলের ধাক্কাধাক্কি হয়। পরে কিছু ছাত্রলীগ নেতাকর্মী একত্রিত হয়ে থানা গেটের সামনে অবস্থান নিয়ে পুলিশকে উদ্দেশ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ ঘটনায় তদন্তের পর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ারুল ইসলাম রাসেল জানান, গাড়ির কাগজ দেখার নামে আমাকে হয়রানি ও লাঞ্ছিত করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদদেড় ঘণ্টা পর দক্ষিণাঞ্চলের রুটে লঞ্চ চলাচল শুরু
পরবর্তি সংবাদঈদের আগেই খালেদা জিয়ার মুক্তি চাইলো গণফোরাম