ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এ দেশে বিএনপি ক্ষমতায় ছিল, লুটপাট ছাড়া কিছু করেনি। আজ বিএনপির করুণ অবস্থা! বিএনপি বিলুপ্তির পথে এগিয়ে চলেছে!
আজ রোববার বেলা ১১টায় ভোলার ভেলুমিয়া ইউনিয়নের ভেলুমিয়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তোফায়েল আহমেদ এমন মন্তব্য করেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল। এক নেতা আরেক নেতার বিরুদ্ধে বলছে। ছয়জন এমপি হয়েছে, পাঁচজন শপথ নিয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেননি। এ অবস্থার মধ্যে কেন শপথ নিল, কেন নিল না। তাঁদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব আছে।’
সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনের সময় আমার বিরুদ্ধে বিএনপি থেকে যে আলমগীর হাজী (গোলাম নবী আলমগীর, ভোলা জেলা বিএনপির সভাপতি) দাঁড়িয়েছিলেন, তিনি তো এই ভেলুমিয়া ইউনিয়নে ভোট চাইতেই আসেনি। কারণ, তাঁরা প্রস্তুত ছিলেন না। বিএনপি একটা নির্বাচনী এলাকায় ৪-৫ জনকে মনোনয়ন দিয়েছে। যে টাকা বেশি দিয়েছে, তার নমিনেশন নিশ্চিত হয়েছে। সুতরাং, এ দল টিকতে পারে না।’
ভেলুমিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম মাস্টারের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম প্রমুখ।
