ভারতের মুসলমানরা কোনও ভাড়াটে নয় : ওয়াইসি

ইসলাম টাইমস ডেস্ক: মুসলমানরাও ভারতের নাগরিক, তাই তাঁদের সঙ্গে ভাড়াটের মতো ব্যবহার করা চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, ‘‘ভারতের আইন, সংবিধান আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার দিয়েছে। এ দেশের সমৃদ্ধি-ই আমাদের লক্ষ্য। মুসলিমরা কোনও ভাড়াটে নয়, বরং এ দেশের সমান অংশীদার। তাই ৩০০ আসন জিতে কেউ নিজের খেয়াল খুশি মতো চলবে, তা কখনও হতে পারে না। সংবিধান প্রদত্ত অধিকার কেউ কেড়ে নিতে পারবে না আমাদের কাছ থেকে।’’

ওয়াইসি বলেন, মোদী যদি মন্দির দর্শনে যান, আমরা মসজিদে যেতে পারি। মোদী গুহায় গিয়ে ধ্যান করতে পারলে, আমরাও গর্বের সঙ্গে মসজিদে বসে নামাজ আদায় করতে পারি, প্রার্থনা করতে পারি। দেশের মুসলিমদের ভারতে বিজেপি ক্ষমতায় আসার জন্য ভয় পাওয়া উচিত নয়। কারণ সংবিধানে প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা দেয়া হয়েছে। ভারতীয় আইন, সংবিধান আমাদেরকে ধর্ম পালনের অধিকার দিয়েছে।’

তিনি অরো বলেন, ৩০০ আসন জেতা তেমন আহামরি কিছু নয়। কারণ ভারতের একটা সংবিধান রয়েছে। তাই বিজেপির ৩০০ আসন আমাদের অধিকার কেড়ে নিতে পারবে না। ওয়াইসি মজলুম মানুষের ইনসাফের জন্য লড়াই করবে। জুলুম নির্মূল করার জন্য লড়বে। অধিকার অর্জনের জন্য লড়বে।

সম্প্রতি হায়দরাবাদ কেন্দ্র থেকে জয়ী হয়েছেন এমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। রমজানের শেষ শুক্রবার পুরনো হায়দরাবাদে মক্কা মসজিদে ভাষণ দেয়ার সময় এসব কথা বলেন ওয়াইসি। তিনি বলেন, ‘সম্মানিত বন্ধুরা ভয় পাওয়ার কিছু নেই। মনে রাখো আমরা মুসলমান। মুসলমান ও ভয় একসঙ্গে থাকতে পারে না। হয় ভয় থাকবে না হয় মুসলমান থাকবে। আমরা এখানেই থাকব ইনশাআল্লাহ্। ভয় পাওয়ার প্রয়োজন নেই।’

ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি ভারতের হায়দরাবাদ থেকে এ নিয়ে টানা চারবার নির্বাচিত হয়েছেন। খবর – টাইমস অব ইন্ডিয়া।

পূর্ববর্তি সংবাদইসরাইলের দখলদার নীতি মধ্যপ্রচ্যে শান্তির পথে বাধা: ইইউ
পরবর্তি সংবাদবিএনপি বিলুপ্তির পথে এগিয়ে চলেছে: তোফায়েল