সন্তুষ্টির সঙ্গে আমন্ত্রণ গ্রহণ: বাংলাদেশে আসছেন মোদি

ইসলাম টাইমস ডেস্ক: দ্বিতীয় মেয়াদে ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসবেন। গত শুক্রবার রাষ্ট্রপতি আবদুল হামিদ হায়দরাবাদ হাউজে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদির সঙ্গে। এ সময় তিনি তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তখন সন্তুষ্টির সঙ্গে তার আমন্ত্রণ গ্রহণ করেছেন মোদি।

শুক্রবার রাতে ভারতের প্রধানমন্ত্রীর অফিস থেকে এ বিষয়ে একটি বিবৃতি দেয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সন্তুষ্টির সঙ্গে এ আমন্ত্রণ গ্রহণ করেছেন মোদি।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ওই সাক্ষাতের সময় দুই নেতা দুই দেশের চমৎকার সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট আবদুল হামিদ ভারতের প্রধানমন্ত্রীর প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন পৌঁছে দেন। জানানো হয়, শেখ হাসিনা আগে থেকে প্রতিশ্রুতিবদ্ধ সফরে ব্যস্ত থাকার কারণে এবারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন নি। ওই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ভারতের সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। গত ৫ বছরে দুই দেশ যথেষ্ট পরিপক্বতার পরিচয় দিয়েছে।

পূর্ববর্তি সংবাদআলোচনা সফল হয়নি, শিগগিরই অস্ত্রবিরতিতে যাচ্ছে না তালেবান
পরবর্তি সংবাদ‘পশ্চিমকে জানিয়ে দিতে হবে, মুসলমান নবীকে কেমন ভালবাসে’