আগামীকাল মঙ্গলবার সৌদি আরবে ঈদ

ইসলাম টাইমস ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামীকাল মঙ্গলবার পবিত্র ঈদ-উল-ফিতর পালিত হবে।

সৌদি আরবের বিভিন্ন স্থান থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর এই ঘোষণা আসে বলে জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা।

পূর্ববর্তি সংবাদইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় বুধবার ঈদ
পরবর্তি সংবাদমাহে রমযান ও আমাদের ঈদ প্রস্তুতি: মুফতি তকী উছমানী