ঈদে মাঠ সাজানোর ১০০ টাকা চাঁদা নিয়ে ছাত্রলীগ নেতা খুন

নাটোরের বড়ইগ্রামে রোববার রাতে নিহত ছাত্রলীগ নেতা সোহেল রানা।

ইসলাম টাইমস ডেস্ক: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ঈদে মাঠ সাজানোর জন্য মাত্র ১০০ টাকা চাঁদা নিয়ে প্রতিপক্ষের হাতুড়িপেটায় সোহেল রানা (২৮) নামে এক ছাত্রলীগ নেতা খুন হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার বনপাড়া রশিদ ডিলারের মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল মহিষভাঙ্গা গ্রামের খলিলুর রহমান প্রামাণিকের ছেলে ও জেলা ছাত্রলীগের সদস্য।

জানা যায়, রোববার সকালে বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা মহল্লায় ঈদগাহ মাঠ সাজানোর ১০০ টাকা তোলাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা সোহেলের সঙ্গে একই গ্রামের রাজীব হোসেনের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

সন্ধ্যা ৬টার দিকে সোহেল বনপাড়া রশিদ ডিলারের মোড়ে একটি চা স্টলে বসেছিলেন। এ সময় রাজীবের নেতৃত্বে ৫-৬ জন যুবক তাকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত ও জখম করে।

এর পর স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাকে স্থানীয় ক্লিনিক এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ৮টার দিকে সোহেল মারা যান।

পূর্ববর্তি সংবাদদক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত
পরবর্তি সংবাদএবার ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ঈদ হবে: রিজভী