চাপ বাড়ছে পাটুরিয়া ফেরিঘাটে , ভোগান্তিতে ঘরমুখো মানুষ

ইসলাম টাইমস ডেস্ক: আজ সকাল থেকে ঈদের ঘরমুখো যাত্রীর চাপ বাড়তে শুরু করেছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১ জেলার ঘরমুখো মানুষ। তবে ঘাট কর্তৃপক্ষ বলছে, পর্যাপ্ত ফেরি থাকায় যানবাহন পারাপারে কোন সমস্যা হচ্ছে না, রানিং অবস্থায় পারাপার হচ্ছে।

আর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে ঘাটে যাত্রীদের যাতে কোন ধরনের নিরাপত্তার বিঘ্নিত না হয় সেজন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘাটে অপেক্ষামান যাত্রীরা বলছে, ঘাটে এসে তারা ঘন্টা কয়েক অপেক্ষায় থাকতে হচ্ছে। এতে সময় মত গন্তব্যে পৌঁছাতে না পারার আশঙ্ক।

বিআইডব্লিউটিসি, আরিচা সেক্টরের এজিএম জিল্লুর রহমান জানান, ঈদে ঘর মুখো যাত্রীদের নির্বিঘ্নে পারাপারের জন্য ২০টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। যানবাহনের চাপ বাড়লেও কোন সমস্যা হবে।

মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীন বলছেন, ঘাটে এসে যাত্রীরা যাতে কোন ধরনের হয়রানীর শিকার না হন, সেজন্য গাড়িগুলোর সিরিয়াল মেনটেন করা হচ্ছে।

পূর্ববর্তি সংবাদট্রেনের শিডিউল বিপর্যয় কাটছেই না, বিলম্বে ছাড়ছে তিন ট্রেন
পরবর্তি সংবাদমানিকগঞ্জে এসি বাসে অগুন, যাত্রীরা নিরাপদ