নাটোরে ছাত্রলীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

ইসলাম টাইমস ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানাকে (২৮)  হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২জুন) সন্ধ্যায় বনপাড়া পৌরসভার রশিদ ডিলারের মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সোহেল রানা পৌরসভার মহিষভাঙ্গা এলাকার খলিলুর রহমানের ছেলে।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সরদার জানান, ইফতারের পর রশিদ ডিলারের মোড়ে দুর্বৃত্তরা সোহেল রানাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথার ঘিলু বের করে ফেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

পূর্ববর্তি সংবাদএ কে খন্দকারের ‘১৯৭১ : ভেতরে বাইরে’ বই বাজার থেকে প্রত্যাহার করলো ‘প্রথমা’
পরবর্তি সংবাদট্রেনের শিডিউল বিপর্যয় কাটছেই না, বিলম্বে ছাড়ছে তিন ট্রেন