দক্ষিণাঞ্চলের প্রতিটি লঞ্চে তিল ধারণের ঠাঁই নেই

ইসলাম টাইমস ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলগামী হাজার হাজার যাত্রীর ঢল নেমেছে। ঢাকা থেকে বরিশাল, পটুয়াখালী ও হালুয়াঘাটসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের প্রতিটি লঞ্চের ডেকে, ছাদে কোথাও তিল ধারণের ঠাঁই নেই।

দক্ষিণাঞ্চলগামী প্রতিটি লঞ্চ ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে চলাচল করছে বলে অভিযোগ উঠেছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করছে কিনা তা সংশ্লিষ্টদের মনিটরিং করার কথা থাকলেও তাদের সামনেই প্রতিটি লঞ্চে অতিরিক্ত যাত্রী নিয়ে ঘাট ছাড়ছে।

ঈদ উপলক্ষে দক্ষিণাঞ্চলগামী বিভিন্ন লঞ্চ যেমন-পারাবত, সুন্দরবন, সুরভী, কীর্তনখোলা, অ্যাডভেঞ্চার ও মায়ামিসহ প্রতিটি লঞ্চে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। তারা জানিয়েছেন, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে যেকোনো সময় লঞ্চডুবিসহ বড় ধরনের দুর্ঘটনায় প্রাণহানি ঘটতে পারে।

পূর্ববর্তি সংবাদআড়ংকে জরিমানা করার কয়েক ঘণ্টার মাথায় ম্যাজিস্ট্রেট বদলি
পরবর্তি সংবাদএবার লিবিয়া উপকূল থেকে বাংলাদেশিসহ ১৫৮ অভিবাসী উদ্ধার