যানজটে ভুগে ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন দিলেন ক্ষুব্ধ যাত্রীরা

ইসলাম টাইমস ডেস্ক: ঘরমুখো মানুষ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সীমাহীন দুর্ভোগে। আজ সকাল থেকেই তারা রাস্তায় বসে আছেন। কিন্তু যানজটের কারণে গাড়ির চাকা ঘুরছে না। এ অবস্থায় আটকে পড়া মানুষগুলো উত্তেজিত হয়ে উঠেছেন। তারা বিক্ষোভ করেছেন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা কালিহাতি উপজেলায় সড়কের ওপর একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুনের গাড়িতে আগুন লাগিয়ে দেয়।

মঙ্গলবার (৪ জুন) টাঙ্গাইল সদর উপ‌জেলার রসুলপুর এলাকায় দুপুর ১২ টায় এ ঘটনা ঘটে। টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম এ তথ্য জানান।

শহীদুল ইসলাম বলেন, ‘যানজটের কবলে পড়ে ভুক্তভোগী যাত্রীরা গাড়িতে আগুন দেয়। এসময় গাড়িতে কেউ ছিল না। গাড়িটি ওই এলাকায় দাঁড়ানো ছিল। এ ঘটনায় আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

পূর্ববর্তি সংবাদশ্রীলঙ্কায় বৌদ্ধদের চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন ৯ মুসলমান মন্ত্রী
পরবর্তি সংবাদআওয়ামী লীগ নেতারা কথার তাল-লয় হারিয়ে ফেলছেন: রিজভী