ইসলাম টাইমস ডেস্ক: শোলাকিয়ায় ঈদ জামাতকে কেন্দ্র করে ১০টি সেক্টরে নিরাপত্তা বাহিনীর দায়িত্ব বণ্টন করা হয়েছে। মঙ্গলবার বিকালে শোলাকিয়া ঈদগাহ ময়দানে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ সংশ্লিষ্ট প্রত্যেককে দায়িত্ব বুঝিয়ে দেন।
সাংবাদিকদের এক ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, কারও কোন দায়িত্বে অবহেলা বরদাস্ত করা হবে না। ঈদ জামাত ও মুসল্লিদের নিরাপত্তার জন্য প্রত্যেকেই দায়িত্ব সম্পর্কে সচেষ্ট থাকবেন।
তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে প্রত্যেক মুসল্লিকে একাধিক জায়গায় তল্লাশি করে মাঠে প্রবেশ করানো হবে। মুসল্লিরা যেন ভয়ভীতির উর্ধে থেকে ঈদগাহে নামাজ পড়তে আসেন। নিরাপত্তার স্বার্থে তিনি মুসল্লিদেরকে শুধুমাত্র জায়নামাজ নিয়ে ঈদগাহে আসার অনুরোধ করেছেন।
শোলাকিয়া ঈদগাহে ইতোমধ্যে পাঁচ প্লাটুন বিজিবি, র্যাব ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য ছাড়াও সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কয়েকটি ড্রোন দিয়ে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।সিসি ক্যামেরার পাশাপাশি পুলিশের ভিডিও ক্যামেরাও নিরাপত্তায় ব্যবহার করা হচ্ছে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মুসল্লিরা ঈদজামাত আদায় করতে পারবেন বলে পুলিশ সুপার আশা ব্যক্ত করেছেন
