ইসলাম টাইমস ডেস্ক: চাপের মুখে শ্রীলঙ্কায় সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের ৯ মন্ত্রীর সবাই সোমবার ইস্তফা দিয়েছেন। একইসঙ্গে দুই মুসলমান গভর্নরও পদত্যাগ করেছেন। ইস্টার সানডের ধারাবাহিক বিস্ফোরণের পর উগ্র বৌদ্ধদের দাবির মুখে তারা পদত্যাগ করতে বাধ্য হলেন। গত এপ্রিলে ওই হামলায় ২৫০ জন নিহত হয়েছিল।
শুক্রবার মন্ত্রিসভার সংখ্যালঘু সদস্যদের সরানোর দাবিতে প্রবল বিক্ষোভও হয়। অভিযোগ ওঠে, শ্রীলঙ্কার আঞ্চলিক ইসলামিক সংগঠন ন্যাশনাল তৈহিদ জামাতের সঙ্গে তিন মন্ত্রীর যোগাযোগ রয়েছে। ওই বিক্ষোভের প্রেক্ষিতেই ইস্তফার সিদ্ধান্ত নেওয়া হয়।
সংখ্যালঘু মন্ত্রীরা জানিয়েছেন, নিজেদের কলঙ্কমুক্ত করতেই তারা সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছেন। তদন্তে নিরপেক্ষতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। সিআইডি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা মন্ত্রিসভায় ফিরবেন না।
প্রসঙ্গত, শ্রীলঙ্কায় মোট জনসংখ্যা ২১ মিলিয়ন বা ২১০ লাখ। এর মাত্র ৯ শতাংশ মুসলিম। খবর: আল জাজিরা, টাইমস অব ইন্ডিয়া।
