ইসলাম টাইমস ডেস্ক: মাত্র দু’ দিনের ব্যবধানে সিরাজগঞ্জে ফের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চার জন নিহত হয়েছেন।
৪ জুন,মঙ্গলবার ভোর রাত আড়াইটার দিকে জেলার রায়গঞ্জ উপজেলার ষোলমাইল-তবারিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন অন্তত আরো ২০ জন। দুর্ঘটনা কবলিত বাসটি গাজীপুরের কোনাবাড়ি থেকে রংপুর যাচ্ছিল।
নিহতরা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কুটিপাড়া গ্রামের মো. বুলুমিয়ার ছেলে হামিদুল ইসলাম (৩৪), একই উপজেলার তালুক সর্বানন্দ গ্রামের শাহজাহান আলী (৩৫), কিছামত হালুদিয়া গ্রামের ফজলুল হক (৩৫) এবং রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার কিমাতপুর মহুরীপাড়ার আতাউর রহমান (৩২)। নিহতরা সকলেই নির্মাণ শ্রমিক।
এর আগে গত রবিবার একই মহাসড়কের বোয়ালিয়ায় অবৈধ চলাচলরত একটি গরুবাহী নসিমনকে বাঁচাতে পাবনা এক্সপ্রেসের চাপায় ১০ জন স্থানীয় লেগুনা যাত্রী নিহত হয়েছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, মঙ্গলবার ভোর রাত আড়াইটার দিকে নগরবাড়ি-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার তবারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর থেকে রংপুরগামী যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে উদ্ধার অভিযান চালিয়ে ৪ জনের মরদেহ উদ্ধার করে। আহত ২০ জনকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। দ্রুতগতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।
